ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল-জরিমানা

ভোলা: ভোলার ভেদুরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রেজার ও একটি ১ বলগেট জব্দ করা হয়।



আটকদের মধ্যে মো. হোসেন নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মনিরকে ৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ দণ্ড দেন।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা(ওসি) লে. মে.খালিদ বাংলানিউজকে জানান, বিকেলে ভ্রাম্যমাণ আদালত মেঘনায় অভিযানে নামে।

এ সময় মেঘনার ভেদুরিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও একটি বলগেটসহ দুই শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উভয়কে জেল-জরিমানা করে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।