ভোলা: ভোলার ভেদুরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রেজার ও একটি ১ বলগেট জব্দ করা হয়।
আটকদের মধ্যে মো. হোসেন নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মনিরকে ৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ দণ্ড দেন।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা(ওসি) লে. মে.খালিদ বাংলানিউজকে জানান, বিকেলে ভ্রাম্যমাণ আদালত মেঘনায় অভিযানে নামে।
এ সময় মেঘনার ভেদুরিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও একটি বলগেটসহ দুই শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উভয়কে জেল-জরিমানা করে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫