ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নিদগ্ধদের চিকিৎসায় ২৫ লাখ টাকা সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
অগ্নিদগ্ধদের চিকিৎসায় ২৫ লাখ টাকা সহায়তা ফাইল ফটো

ঢাকা: হরতাল-অবরোধে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন।  

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কাছে সহায়তার চেক হস্তান্তর করেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন এমপি।



এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য শওকত চৌধুরী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।