ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়নি, বাসের ইঞ্জিনের ওভার হিটে (মাত্রাতিরিক্ত গরমে) আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বাসে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে জানান, মধ্যবাড্ডার তুরাগ পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-২২৭৭) যাত্রীবাহী বাসে কেউ আগুন দেয়নি। বাসের ইঞ্জিন ওভার হিট হয়ে আগুন ধরে যায়।
প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা তথ্য দিয়েছিলো বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে বাসটি তদন্ত করে ফায়ার সার্ভিস অফিসাররা আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে পারেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও আতঙ্কিত হয়ে নামতে গিয়ে ৪/৫ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।
ফায়ার সার্ভিসের অফিসার আতাউর রহমান জানান, তুরাগ পরিবহনের সেই বাসটি গাজীপুর থেকে সায়বাদের দিকে যাচ্ছিল। বাসটির ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে।
** বাড্ডায় বাসে আগুন
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫