ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে যাত্রীবাহী বাসে বোমা হামলা, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
রাজশাহীতে যাত্রীবাহী বাসে বোমা হামলা, আহত ২

রাজশাহী: রাজশাহীতে যাত্রীবাহী বাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বাসের সুপারভাইজার ওমর ফারুক (৩৪) ও হেলপার সুমন (২৫) আহত হয়েছেন।


 
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মহানগরীর বিনোদপুর এলাকায় ‘আকিব পরিবহন’ নামে একটি বাসে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হেলপার সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সুপারভাইজার ওমর ফারুক জানান, তারা বাস নিয়ে ঢাকা থেকে রাজশাহী আসছিলেন। পথে বিনোদপুর এলাকায় আসলে অবরোধকারীরা বাসের সামনের কাঁচ লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে বাসের সামনের কাঁচ ভেঙে যায়। বোমার স্প্লিন্টারের আঘাতে হেলপার সুমন ও তিনি নিজে আহত হন।

মহনগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদশ সময়: ২৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।