ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৫ হাজার যাত্রীসহ লঞ্চ আটকা

৩টি লঞ্চই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
৩টি লঞ্চই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ছবি: (ফাইল ফটো)

পটুয়াখালী: নাব্যতা সঙ্কটের কারণে পটুয়াখালীর নদীর চরে আটকে পরা ঢাকাগামী তিনটি যাত্রীবাহী লঞ্চ প্রায় দুই ঘণ্টা পর পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাউফল উপজেলার কারখানা নদীর চরে ডাবল ডেকারের দোতলা লঞ্চ তিনটি আটকা পড়ে।

এরপর লঞ্চ তিনটি রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নির্বিঘ্নে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।


বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী নৌবন্দরের উপ পরিচালক আ. রাজ্জাক বাংলানিউজকে জানান, নদীতে জোয়ার আসার পর পর্যায়ক্রমে কুয়াকাটা-১, সুন্দরবন-৯ ও বাগেরহহাট-২ নামের লঞ্চ তিনটি ছেড়ে গেছে।

তিনি জানান, এর আগে বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে লঞ্চ ৩টি প্রায় পাঁচ হাজার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে পটুয়াখালী লঞ্চ ঘাট ত্যাগ করে। পথিমধ্যে রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে লঞ্চগুলো কারখানা নদীর চরে আটকে যায়।

এ বিষয়ে জানতে চাইলে আটকে পড়া সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস বাংলানিউজকে জানান, পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে ঢাকার সদর ঘাট পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০টি স্থানের নাব্যতা সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিন ঢাকা থেকে পটুয়াখালী আসা যাওয়ায় ভাটার সময় নদীতে পানি কম থাকায় এভাবে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

লঞ্চ আটকা পড়লে যাত্রীরা আতঙ্কে থাকেন। তাছাড়া নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। এতে ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হয় বলে তিনি জানান।

** ৫ হাজার যাত্রী নিয়ে ৩ লঞ্চ আটকা

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।