ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫শ’ গ্রাম সোনাসহ রয়েল হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলের বাইরে ক্যানোপি থেকে পুলিশ তাকে আটক করে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের মিডিয়া অফিসার তানজিনা আক্তার বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রয়েল সিংগাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টাইগার এয়ারলাইন্সের টিজি২৬৫৬ ফ্লাইটের একজন যাত্রী। গ্রিন চ্যানেলের বাইরে ক্যানোপিতে তিনি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে, পুলিশ তাকে তল্লাশি চালিয়ে ৫শ’ গ্রাম সোনা উদ্ধার করে। ওই পরিমাণ সোনার অর্থমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
রয়েলের নামে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫