ঢাকা: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে শিগগিরই সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলের নবনির্বাচিত সিবিএ নেতাদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন।
এছাড়া বিজেএমসির অব্যাহত লোকসান ঠেকাতে আগামীতে পাটকাটার মৌসুমের শুরু থেকেই পাট কেনা হবে। এর ফলে কৃষকরা যেমন পাটের ন্যায্যমূল্য পাবেন, তেমনি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মও দূর হবে।
সভায় বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন মিলগুলোকে চীনের আর্থিক সহায়তায় আধুনিকায়ন, বিএমআরইকরণের প্রকল্প প্রস্তাব রাখাসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় প্রায় পাঁচ হাজার ২শ’ কোটি টাকার দেনা পরিশোধ করে বিজেএমসির ৫টি বন্ধ পাটকল পুনরায় চালুকরাসহ মৃতপ্রায় পাটশিল্পকে পুনরুজ্জীবিত করা হয়েছে।
ফলে বিগত ছয় বছরে বিজেএমসির পাটকলগুলোতে প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতি বছরই ক্রমান্বয়ে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় শুধু বিজেএমসির পাটকলগুলোতে বর্তমানে শ্রমিক-কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৪ হাজার।
২০১৪-১৫ অর্থবছরে নীলফামারীতে দারওয়ানী টেক্সটাইল মিল চালু করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই রাঙ্গামাটি টেক্সটাইল মিলস চালু করা হবে।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫