ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই

নোয়াখালী: বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক হাবিলদার ও দৈনিক দিশারীর সম্পাদক আকাশ মো. জসিমের শ্বশুর আবদুল হাই (৬৭) মারা গেছেন (ইন্নানিল্লাহি....রাজেউন)।  

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার সোনাপুরের নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সোনাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে বৃহত্তর নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জাতীয় নূরের সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম নোয়াখালী শাখার সভাপতি মুলতানুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রিয়াদসহ নোয়াখালীর সাংবাদিকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।