ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবকের লাশ দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবকের লাশ দাফন

লক্ষ্মীপুর: ওমানে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশি তিন যুবকের মরদেহ দেশে এসেছে। এরপর লক্ষ্মীপুরের কমলনগরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন চর জাঙ্গালিয়া গ্রামের মৌলভীর টেক এলাকার হোসেন আহম্মেদের ছেলে জহিরুল ইসলাম সোহাগ (২৫), চরমার্টিন গ্রামের বাসিন্দা জাকির হোসেনের (২৮), পশ্চিম চর লরেন্স গ্রামের আহসান উল্যার ছেলে মমিন উল্যা (২৬)।

গত ০২ ফেব্রুয়ারি রাতে ওমানের আল বিরামি শহরের কর্মস্থল থেকে মমিন, জাকির ও সোহাগ মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। ওই সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তারা তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। তারা ওই দেশে রঙ মিস্ত্রির কাজ করতেন।


বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।