ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে গাঁজা ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
নবাবগঞ্জে গাঁজা ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় হারেস উদ্দিন (৪২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তিনি নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের সোনামিয়ার ছেলে।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাইল হোসেন এ রায় দেন।

দিনাজপুর নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হারেস দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিলেন। সোমবার রাতে ভ্রাম্যমান আদালত তাকে হাতেনাতে গাঁজাসহ পেয়ে ঘটনাস্থলেই এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

তাৎক্ষনিকভাবে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।