ঢাকা: রাজধানীর শান্তিনগরে দুর্বৃত্তের গুলিতে আলামিন (২২) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শান্তিনগরের পীরসাহেবের গলি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে আলামিনের বন্ধুরা তাকে উদ্ধার করে দিনগত রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বলেন, আলামিন একেক সময় একেক কথা বলছেন। ঘটনাস্থলের কথা জিজ্ঞেস করলে, কখনো শান্তিনগর, কখনও পল্টন বা আজিমপুরের নাম নিচ্ছেন। মোটর সাইকেল চালিয়ে যাবার সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হয়েছেন বলে দাবি করছেন।
তিনি আরও জানান, বর্তমানে নজরদারিতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারণ তার কথাবার্তা ও আচরণ বেশ সন্দেহজনক। তার ব্যাপারে আরও খোঁজখবর করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫