ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হরতাল-অবরোধের প্রভাব নান্দনিকতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
হরতাল-অবরোধের প্রভাব নান্দনিকতায়

ঢাকা: হরতাল-অবরোধের কারণে ভাটা পড়েছে নান্দনিকতার বাজারেও। রাজধানীর অন্যতম বড় নার্সারির বাজার আগারগাঁওয়ে অর্কিড ও ক্যাকটাসের দোকানগুলোতে আগের মতো শোভাবর্ধনকারী উদ্ভিদপ্রেমীদের আনাগোনা নেই।

এ কারণে সেসব দোকানগুলোতে বিক্রিও অনেক কমে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 
গ্রিন অর্কিড অ্যান্ড ক্যাকটাস নার্সারির বিক্রিয়কর্মী মো. রিপন জানান, তাদের নার্সারিতে যারা অর্কিড ও ক্যাকটাস কিনতে আসেন, তারা সৌখিন মানুষ। বাড়ির ছাদে বা বারান্দার সৌন্দর্য বাড়াতে দেশি-বিদেশি বিভিন্ন অর্কিড ও ক্যাকটাস সংগ্রহ করে থাকেন তারা।
 
কিন্তু হরতাল ও অবরোধ শুরু হওয়ার পর থেকে এসব দোকানে আগের মতো ক্রেতারা আসছেন না। এ কারণে বিক্রিও অর্ধেকের নিচে চলে এসেছে বলে জানিয়েছেন তিনি।
 
তাদের নার্সারিতে সাধারণত ১০ থেকে ১২ হাজার টাকার বিক্রি হলেও হরতাল-অবরোধের কারনে বিক্রি ছয় থেকে সাত হাজারে নেমে এসেছে বলে জানান তিনি।
 
তিনি জানান, বিক্রি কম হলেও অর্কিড ও ক্যাকটাসগুলোকে প্রতিনিয়ত যত্ন করতে হচ্ছে। এরপরও অনেকগুলো নষ্ট হয়ে গেছে।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এসব নার্সারিতে সরেজমিনে দেখা যায়, হাতে গোনা কয়েকজন ক্রেতা নার্সারি ঘুরে ঘুরে দেখছেন।
 
তাদেরই একজন মিরপুরের বাসিন্দা আন্জুমান আরা শিউলী বলেন, গত কয়কদিন ধরে চিন্তা করছিলাম, কিছু অর্কিড ও ক্যাকটাস নিয়ে বাড়ির ছাদে রাখবো। কিন্তু এতদিন হরতাল-অবরোধের কারণে আসা হয়নি।
 
এরপরও তিনি দুই হাজার ৫শ’ টাকার ডেন্ডাবিয়াম, মোকারা, লিপিস্টিক গ্রিনলতা, গোল্ডেন বেরেল, কিটতান্তাসসহ আরও কয়েকটি অর্কিড ও ক্যাকটাস কিনেছেন বলে জানিয়েছেন।
 
আদর্শ বন নার্সারির ম্যানেজার মো. খোকন বলেন, হরতাল ও অবরোধের কারণে মারাত্মক প্রভাব পড়েছে নার্সারির কেনা-বেচায়। আগে প্রায় ১৫ হাজার টাকা বিক্রি হলেও, এখন চার থেকে পাঁচ হাজার টাকার বিক্রিও হচ্ছে না।
 
বর্তমান রাজনৈতিক টানাপড়েনের মধ্যে মানুষ আতঙ্কগ্রস্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণে অনেকেরই ইচ্ছা থাকা সত্বেও অতি প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। এ অবস্থা চলতে থাকলে কিছুদিন পর নার্সারি ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন তিনি।
 
আগারগাঁও এলাকার নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, হরতাল-অবরোধে আমাদের বিক্রি নেই বললেই চলে। সময়মতো বিক্রি না হওয়ায় অনেক ফুলের গাছ, অর্কিড ও অন্যান্য উদ্ভিদ নষ্ট হয়ে গেছে। এ কারণে সেগুলো ফেলে দিতে হয়েছে।

এ সমস্যা সব নার্সারি মালিকদের দেখা দিয়েছে বলে জানান তিনি।

 

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।