ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ওল্ড পুলিশ ক্লাব রোড এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের ১নং ফাঁড়ি পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন আতিকুর রহমান ইমন (২৫) ও এনায়েত কবির অ্যানি (২৪)। তাদের বাড়ি শহরের সি.কে.ঘোষ রোড ও চামড়া গুদাম এলাকায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ শহরের ১নং পুলিশ ফাঁড়ির টি.এস.আই আব্দুল কাদের জানান, এরা কৌশলে ছিনতাই করে। বাইরের লোক পেলে ছুরি-চাকু দেখিয়ে টাকা-পয়সা রেখে দেয়। তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫