ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ২টি ট্রলারসহ ২৪ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বাগেরহাটে ২টি ট্রলারসহ ২৪ জেলে আটক ছবি: প্রতিকী

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় ২৫ বস্তা কারেন্ট জাল, দু’টি ট্রলার ও ২৪ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে দু’টি ট্রলার থেকে এ জালগুলো উদ্ধার করা হয়।



সমুদ্রগামী ‘এফবি ছোট হুজুরের দোয়া’ ও ‘এফবি ইমা’ নামে দু’টি ট্রলারের মালিক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালি এলাকার আব্দুর রহিম ও একই এলাকার ইমাদুল হোসেন।

শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খন্দকার সহিদুর রহমান মঙ্গলবার সকালে বাংলানিউজকে জানান, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে। এসময় সমুদ্রগামী দু’টি ট্রলারে তল্লাশি চালিয়ে ২৫ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়।

প্রতিটি বস্তায় ৩৫ কেজি করে কারেন্ট জাল রয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা ২৪ জেলেকে আটক ট্রলার দু’টি জব্দ করা হয়।
 
তিনি আরো বলেন, আটক ২৪ জেলে, ট্রলার ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইলিশ রক্ষায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।