চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দু’টি লঞ্চে অভিযান চালিয়ে ১৪ লাখ মিটার কারেন্ট জাল ও ১২ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এমভি নুশরাত-২ ও এমভি লালী লঞ্চ থেকে এসব জব্দ করা হয়।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই লঞ্চে অভিযান চালানো হয়। এসময় ১৪ লাখ মিটার কারেন্ট জাল ও ১২ মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের দাম প্রায় পাঁচ কোটি টাকা।
তিনি আরো জানান, সকাল ১০টায় জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমানের উপস্থিতিতে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
এছাড়া জব্দকৃত জাটকাগুলো এতিমখানা ও গরীব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫