ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৩

স্টাফকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৩

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ ৪০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মাল লুট করে নিয়েছে একদল দুর্ধর্ষ ডাকাত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে আশুলিয়ার বাশঁবাড়ি এলাকার পোল্ট্রি ব্যবসায়ী গোপাল সাহার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।



ডাকাতদের কাজে বাধা দিতে গেলে তারা বাড়ির গৃহকর্তা গোপালসহ তিন জনকে পিটিয়ে গুরতর আহত করে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আহত অন্য সদস্যরা হলেন- কনিকা সরকার, মহেন্দ লাল সরকার।

আহত গোপাল সাহা বাংলানিউজকে বলেন, ভোররাতে বাসার বারান্দার গ্রিল কেটে ঘরের দরজার লক ভেঙ্গে অস্ত্র হাতে ১০/১৫ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, ডাকাতির খবর পেয়ে পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।