সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুরের এক বাড়িতে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের মতো পদার্থের সন্ধান পাওয়া গেছে। কথিত গ্যাসের চাপে উঠে গেছে নলকূপের বসানো পাইপ।
ঘটনাস্থল পরিদর্শন করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারুক আহমেদ জানান, গ্যাসের গন্ধ রয়েছে। তবে বিশেষজ্ঞ পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নীলকণ্ঠপুর গ্রামের হাবিবুর রহমান জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) তার বাড়ির উঠানে নলকূপ বসানো হচ্ছিল। ২০ ফুটের মতো পাইপ বসানোর পরপরই বিকট শব্দে নিচ থেকে পানি ও মাটি ঠেলে ওপরের দিকে ওঠে।
পরে তা রূপ নেয় বালু মিশ্রিত পানির ফোয়ারায়। প্রায় ৫০ ফুট উপরে উঠতে থাকা পানির এ ফোয়ারা দেখে হতভম্ব হয়ে যান তারা। এসময় আতঙ্কিত হয়ে পড়ে অনেকে। এখনো একই অবস্থা বিরাজ করছে। বালুর বস্তাসহ কোনো পদ্ধতিতেই এই চাপ আটকানো যাচ্ছে না। গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
এরপর থেকেই সেখানে শত শত মানুষ ভিড় করছে। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫