ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে বাসের চাপায় হায়দার আলী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সুতালড়ি এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হায়দার উপজেলার ভৈবরপাশা লক্ষণকাঠি গ্রামের বাসিন্দা।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, বাইসাইকেলে করে হায়দার নলছিটি থেকে ঝালকাঠি যাচ্ছিলেন। পথে, সুতালড়ি ব্রিজের পূর্বপাশের ঢালে একটি যত্রীবাহী বাস পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫