ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে লাইনচ্যুত বগি সরানোর কাজ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
যশোরে লাইনচ্যুত বগি সরানোর কাজ চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি সরানোর কাজ চলছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বগিটি সরানোর কাজ শুরু হয়।


 
মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা বিভাগে রেলের শিডিউল ভেঙে পড়েছে। সকাল থেকে ছয়টি ট্রেন পথে দাঁড়িয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার যাত্রী।  
 
এদিকে, বিকেল ৪টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
এর আগে, সকাল ১০টার দিকে সদর উপজেলার সিঙ্গিয়া এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
যশোর রেলওয়ের স্টেশন মাস্টার (গ্রেড-৩) সাইদুজ্জামান বাংলানিউজকে জানান, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা ট্রেন সকাল ৯টা ৫০ মিনিটে যশোর আসার কথা থাকলেও ট্রেনটি নওয়াপাড়ায় থেমে রয়েছে। সকাল ৯টায় যশোর থেকে সৈয়দপুরগামী রূপসা ট্রেনটি গন্তব্যে যেতে পারিনি। এছাড়াও খুলনা থেকে সাগরদাঁড়ি ট্রেনটি ১১ টা ৫৫ মিনিটে যশোর আসার শিডিউল থাকলেও আসতে পারেনি।  
 
দুপুর ১টা ১৫ মিনিটে যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনটিও ছাড়তে পারেনি। সকাল ১০টা ৫০ মিনিটে যশোর থেকে পার্বতীপুরগামী রকেট ট্রেনটিও দাঁড়িয়ে রয়েছে। এছাড়া, দুপুর ১টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে কমিউটার ট্রেন যশোর আসার কথা থাকলেও ট্রেনটি আসতে পারিনি।  
 
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনি বলেন, খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত মালবাহী ট্রেনটি সরানোর কাজ শুরু করে। আশা করা হচ্ছে, বিকেল ৪টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
 
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

** খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।