চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে কাভার্ড ভ্যানের চাপায় আজিজুল হক মণ্ডল (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল হকের বাড়ি দামুড়হুদার উজিরপুর গ্রামে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, সকালে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার আড়ৎ থেকে মাছ কিনে বাইসাইকেলে করে উজিরপুর গ্রামে ফিরছিলেন ব্যবসায়ী আজিজুল হক। পথে পুলিশ লাইনের কাছে এলে একটি কার্ভাড ভ্যান পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫