গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নদী পার হতে আসা অন্তত সহস্রাধিক যানবাহন আটকে পড়েছে।
এতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ বাজার পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিন বিকেল ৫টার দিকে ঘাট এলাকায় গিয়ে জানা যায়, ফরিদপুরের আটরশি বিশ্বজাকের মঞ্জিলের ওরশ শেষ করে বিপুলসংখ্যক লোক বাসে করে ফেরি পার হতে ঘাটে আসছে। দুপুরের পর থেকে তাদের বহনকারী শত শত বাস ঘাটে সিরিয়ালে আটকা পড়ে। সন্ধ্যা পর্যন্ত এ সিরিয়াল মহাসড়কের প্রায় ৬ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।
এদিকে, দীর্ঘ যানজটের কারণে বিভিন্ন যানবাহনের যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন।
আটরশির ওরশে অংশ নিয়ে সিলেটগামী মো. শাহ আলম, মুহিদুল হোসেনসহ অনেকেই জানান, ওরশে এসে প্রতি বছরই নদী পার হতে দৌলতদিয়া ঘাটে এসে কিছুটা বিড়ম্বনার শিকার হতে হয় তাদের। এবার হরতাল-অবরোধ থাকায় ভেবেছিলেন দুর্ভোগ কম হবে। কিন্তু ওরশ ফেরত গাড়ির সঙ্গে অন্যান্য বিভিন্ন যানবাহন আসায় দীর্ঘ ভোগান্তিতে পড়েছেন তারা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, দুরপাল্লার যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ওরশ ফেরত বাসের চাপে এ অবস্থা হয়েছে। এছাড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যান্ত্রিক ত্রুটিতে বিকল থাকায় বিড়ম্বনা বেড়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ম্যানেজার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত ৯/১০টার মধ্যে সব যানবাহন পর্যায়ক্রমে নদী পার করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫