ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ছাগলনাইয়ায় শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মামলা ছবি: প্রতীকী

ফেনী: ফেনীর ছাগলনাইয়া সরকারি হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত অবস্থায় চিকিৎসকের সঙ্গে অসদাচরণ ও হয়রানি করার অভিযোগে স্থানীয় শ্রমিক লীগ নেতা এয়ার আহম্মদ ডিপটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব উল করিম এ অভিযোগ দায়ের করেন।



অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত থাকা অবস্থায় শ্রমিক লীগ নেতা এয়ার আহাম্মদ ডিপটি সরকারি চিকিৎসক ডা. ফেরদৌস জাহান বেগম শারমিনের সঙ্গে অসদাচরণ করে গালিগালাজ এবং হয়রানি করে।
 
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক খান বাংলানিউজকে জানান, অভিযোগ পেয়েছি। সরকারি কর্মকর্তার সঙ্গে অসদাচরণকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।