ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ১৫-১৬ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ১৫-১৬ মার্চ

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে এ ঘোষণা (তফসিল) আসে।

সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনার জন্য অ্যাডভোকেট মো. হারুন অর রশিদকে প্রধান করে নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়েছে।

দু’দিনব্যাপী এ নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪ হাজার ৩’শ ৬২ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, ২৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোনয়পত্র যাচাই-বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ মার্চ।

নির্বাচনে সভাপতি ও সম্পাদক ছাড়াও দু’টি সহ-সভাপতি, একটি কোষাধ্যক্ষ, দুটি সহ সম্পাদক এবং সাতটি কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।