ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
হাতীবান্ধায় ২ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ৩০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর পারুলিয়া হরিমন্দির পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিকেল ৩টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আমিনুর রহমানের ছেলে নুরুজ্জামান হোসেন (৩০) ও বাড়াইপাড়া গ্রামের নবর উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩২)।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উত্তর পারুলিয়া হরিমন্দির পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
 
এ সময় দুই মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হওয়ায় তাদের গতিরোধ করা হয়। তাদের শরীর ও মোটরসাইকেল তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এতে ওই দুই জনকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।