লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ৩০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর পারুলিয়া হরিমন্দির পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আমিনুর রহমানের ছেলে নুরুজ্জামান হোসেন (৩০) ও বাড়াইপাড়া গ্রামের নবর উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩২)।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উত্তর পারুলিয়া হরিমন্দির পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় দুই মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হওয়ায় তাদের গতিরোধ করা হয়। তাদের শরীর ও মোটরসাইকেল তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এতে ওই দুই জনকে আটক করে পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫