ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খোকার দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৫ এপ্রিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
খোকার দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৫ এপ্রিল সাদেক হোসেন খোকা

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করা সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৫ এপ্রিল পুনর্নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।

কিন্তু খোকা চিকিৎসার জন্য বিদেশ আছেন উল্লেখ করে তার জন্য সময়ের আবেদন জানানো হয়।

শুনানি শেষে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার আবেদন মঞ্জুর করে ৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের জন্য নতুন এ দিন ধার্য করেন।

২০১৪ সালের ৩০ অক্টোবর খোকার বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।  

এর আগে ২০০৮ সালের ১ জুলাই চার্জশিট দাখিল হয়। চার্জশিট দাখিলের পর ওই বছরের ৩১ আগস্ট হাইকোর্টে সাদেক হোসেন খোকা মামলা বাতিলের আবেদন করলে দীর্ঘদিন হাইকোর্টের নির্দেশে মামলা স্থগিত ছিল।

সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৯ টাকার তথ্য গোপন করার অভিযোগ এনে দুদকের তৎকালীন সহকারী পরিচালক শামছুল আলম ২০০৮ সালের ২ এপ্রিল ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেছিলেন।

মামলাটিতে তার স্ত্রী ইসমত আরাও আসামি। তবে চার্জশিট দাখিলের আগে হাইকোর্ট তার অংশের মামলার কার্যক্রম স্থগিত করায় তার অংশের তদন্তও স্থগিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।