ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খালেদা ক্ষমতায় আসতে পারবেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
খালেদা ক্ষমতায় আসতে পারবেন না

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম বলেছেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি আর কোনদিনই ক্ষমতায় আসতে পারবেন না।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ চ্যালেঞ্জ জানান তিনি।


 
হাজী সেলিম বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রোল বোমা মেরে আমাদের ভয় দেখাচ্ছে। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। বোমা মেরে কোনদিনই ক্ষমতায় যাওয়া যাবে না।
 
এ সময় তিনি বিএনপি জামায়াতের আমলে আওয়ামী লীগে নেতা-কর্মীদের ওপর  হামলার তথ্য তুলে ধরে বলেন, আমাদের অনেক সিনিয়র নেতাদের কারাগারে পাঠানো হয়েছিল। আমাদের কারোই ডিভিশন দেওয়া হয়নি। আমাদের ওপর নির্যাতন করা হয়েছে। খালেদার র‌্যাব (ইঁদুর) বাহিনী আমাদের প্রহার করেছে। তখন আমি বলেছিলাম এই র‌্যাব খালেদা জিয়াকে একদিন  ধরবে।
 
র‌্যাবকে ইঁদুর বলায় চিফ হুইপ আ স ম ফিরোজ শব্দটি স্পিকারকে এক্সপাঞ্জ (বাতিল) করার প্রস্তাব করেন। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শব্দটি বাতিল করার কথা জানান সংসদে।
 
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।