ঢাকা: বিদ্যুৎ মিটারের ন্যায় সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশে প্রিপেইড গ্যাস মিটার তৈরির জন্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে বৈঠকসূত্র নিশ্চিত করেছে।
মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে প্রিপেইড গ্যাস মিটার তৈরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে গ্যাস মিটারের অনেক চাহিদা রয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে গ্যাস মিটার তৈরির মাধ্যমে একটি শিল্প গড়ে তোলা সম্ভব। এতে করে একদিকে যেমন কম খরচ ও কম সময়ে গ্যাস মিটার পাওয়া যাবে, অপরদিকে দেশের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বৈঠক সূত্র জানায়, বর্তমানে বিদেশ থেকে প্রিপেইড মিটার আমদানি করা হয়। এতে করে সময় ও অর্থ বেশি ব্যয় হয়।
একনেক সভায় ‘ইন্সটালিয়েশন অব প্রিপেইড গ্যাস মিটার ফর টিজিটিডিসিএল ন্যাচারাল গ্যাস এফিসিয়েন্সি’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এই উদ্যোগের কথা জানান।
৭’শ ১৯ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রাজধানী ঢাকার ১২টি এলাকায় চালু হচ্ছে গ্যাসের প্রিপেইড মিটার। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ২’শ ৩৭ কোটি টাকা। প্রকল্প সাহায্য হিসেবে ৪৫ কোটি টাকা দেবে জাইকা। বাকি ২ কোটি টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে।
গৃহস্থালী পর্যায়ে গ্যাসের অপচয় রোধে সরকার ঢাকার ১২টি এলাকায় দুই লাখ প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এলাকাগুলো হলো- বাড্ডা, গুলশান, তেজগাঁও, ক্যান্টনমেন্ট, মিরপুর, কাফরুল, খিলক্ষেত, উত্তর খান, দক্ষিণ খান, উত্তরা, পূর্বাচল ও ঝিলমিল।
বর্তমানে মোহাম্মদপুর ও লালমাটিয়ায় ৪ হাজার প্রিপেইড মিটার চালু রয়েছে। এটির সফলতা বিবেচনায় নিয়েই রাজধানীর ২৪ লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ কাজ করা হবে।
প্রিপেইড মিটার চালু হলে অপচয় রোধের মাধ্যমে সিস্টেমলস কমে আসবে। রাজধানীতে পুরোপুরিভাবে প্রিপেইড মিটার ব্যবহার করা গেলে যে পরিমাণ গ্যাস বেঁচে যাবে তা বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগালে সেখান থেকে দৈনিক ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে জানান, ওই সূত্র।
এই বিষয়ে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, প্রিপেইড গ্যাস মিটার যাতে এ দেশেই তৈরি করা যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সিলিন্ডার গ্যাস যাতে শহর ও গ্রাম পর্যায় পর্যন্ত সুলভে ও সস্তায় পাওয়া যায় সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫