ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে একুশে বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
রাজবাড়ীতে একুশে বইমেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা ও জেলা সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে প্রধান অতিথি হিসেব মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খাঁন।



পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোনামনি চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তাপতুন নাসরীন ও সিভিল সার্জন ডা. মো. মাহবুবুল হক।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা খানম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নওসীন পূর্ণিনী, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে খালেদ সালাহউদ্দিন জগলুলের ‘স্মৃতির শহর রাজবাড়ী’ গ্রন্থের চতুর্থ খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়। পরে কবিতা পাঠ ও স্থানীয় সাংস্কৃতিক দলের সংগীত পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।