ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে প্রতারক চক্রের ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
শাহজালালে প্রতারক চক্রের ৫ সদস্য আটক ছবি: (ফাইল ফটো)

ঢাকা: কাস্টমস ও ব্যাংক কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য খালাসের প্রস্তুতিকালে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।
 
এ সময় তাদের কাছ থেকে ৪২৩ পাতা জাল দলিল, কাস্টমস কর্মকর্তাদের ১৪০টি ভুয়া সিল, সোনালী ব্যাংক কর্মকর্তাদের ১৫টি ভুয়া সিল ও বিল অব এন্ট্রির নাম্বারিংয়ের ৩টি সিল উদ্ধার করা হয়।


 
শুক্রবার দুপুরে (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ৠাব-১’র অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য জানান।
 
আটকরা হলেন- আরিফুর রহমান, ফেরদৌস, মফিজুল ইসলাম, রকিবুল হাসান ও আব্দুল মতিন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের ইমপোর্ট কার্গো ভবনের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে কাস্টমস ও ব্যাংক কর্মকর্তাদের নাম ও স্বাক্ষর নকল করে কাস্টমসের ভুয়া কাগজপত্র তৈরি করে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাস করে আসছিল।
 
কোনো কোনো পণ্য বিদেশ থেকে আমদানির পর ভুয়া কাগজপত্র দিয়ে চেকিং ছাড়া বিমানবন্দর দিয়ে বের করে নিয়ে আসতো তারা।
 
চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হবে বলেও জানান তিনি।    

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।