গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে সভাপতিসহ ১৮টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ( সাদা প্যানেল)।
অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ৩টি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর বার নির্বাচন-২০১৫ এর প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সালামসহ ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ওই ফলাফল ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোগ গ্রহন হয়। সারারাত ভোট গণনা শেষে ওই ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) বিজয়ীরা হলেন, সভাপতি দেওয়ান মো. ইব্রাহীম, সহ-সভাপতি আবু বকর সিদ্দীক, সহ-সভাপতি জহির উদ্দিন বকসী (খোকন), সহ-সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ মো. আসলাম সিকদার, অডিটর সরকার মোহাম্মদ মিজানুর রহমান মিলন, সাংস্কৃতিক সম্পাদক প্রণব কুমার সরকার (তপন) ও ১১জন সদস্য।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) বিজয়ীরা হলেন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, লাইব্রেরি সম্পাদক মো. মোকাদ্দেস হোসেন ও সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০,২০১৫