গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল জলিল শেখ (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল জলিল ব্যবসায়িক কাজে রেল লাইন দিয়ে হেঁটে গোয়ালন্দ বাজারে যাচ্ছিলেন। এ সময় রাজবাড়ী-ফরিদপুর রুটের পাঁচুরিয়ার আন্ধার মানিক এলাকায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির উল্যাহ জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫