ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মাইক্রোবাস চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
গোপালগঞ্জে মাইক্রোবাস চাপায় শিশু নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা বাসস্ট্যান্ডে মাইক্রোবাসের চাপায় লাবিবা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত শিশু লাবিবা দত্তডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও সদর উপজেলার বাজুনিয়া গ্রামের আব্দুল্লাহ শেখের মেয়ে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, সকালে লাবিবা তার বাবার দোকানে যাওয়ার সময় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক পার হচ্ছিল। হঠাৎ একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে লাবিবা গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।