ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৫ দিনের সফরে ঢাকা আসছেন ভারতের নৌবাহিনী প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
৫ দিনের সফরে ঢাকা আসছেন ভারতের নৌবাহিনী প্রধান আর কে ধোবান

ঢাকা: ভারতের নৌবাহিনী প্রধান (চিফ অব দ্য নাভাল স্টাফ) অ্যাডমিরাল আর কে ধোবান, (পিভি, এভিএসএম, ওয়াইএসএম, এডিসি) পাঁচদিনের সফরে ঢাকা আসছেন।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের (এনবিপি, এনডিসি, পিএসসি) আমন্ত্রণে তিনি আগামী ২২ ফেব্রুয়ারি (রোববার) ঢাকা আসবেন এবং ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান এখানে অবস্থান করবেন।



এ সময় ধোবানের স্ত্রী ও ইন্ডিয়ান নেভি ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিনু ধোবান সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে অবস্থান করবেন।

ভারতীয় নৌবাহিনী প্রধানের ঢাকায় অবস্থানকালে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস রণজিৎ’ শুভেচ্ছা সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে।

ঢাকায় অবস্থানকালে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর কে ধোবানের বাংলাদেশ নৌবাহিনীকে দুটি এন্টারপ্রাইজ ক্লাস বোট উপহার দেওয়ার কথা রয়েছে।

অ্যাডমিরাল আর কে ধোবানের ঢাকা সফর দুই দেশের মধ্যে সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত শুভেচ্ছা সফরের অংশ বিশেষ। এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতা বাড়াতে সহায়তা করবে। এছাড়াও দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।