চাঁদপুর: চাঁদপুরের দুইটি লঞ্চে অভিযান চালিয়ে জব্দকৃত ৯ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জব্দকৃত জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।
এরআগে ভোরে চাঁদপুর বিকল্প লঞ্চঘাটে ঢাকা থেকে বরগুনাগামী এমভি বন্ধন লঞ্চ থেকে ২ লাখ ও মেঘনা নদীর মোহনা এলাকায় ঢাকা থেকে ভোলাগামী রাজহংস লঞ্চ থেকে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড। যার মূল্য প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫