ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ-গণমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ-গণমিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: দেশব্যাপী বিএনপি-জামায়াতের চোরাগোপ্তা হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১৪ দল।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মনসুর আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ, জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল,  আওয়ামী লীগ নেতা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ওয়ার্কার্স পার্টির নেতা ফাহিমুল হক কিসলু প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে জ্বলছে দেশ। তার নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এদেশের মানুষের কল্যান চায় না। তারা নির্মমভাবে গাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে। বিএনপি-জামায়াত অবরোধ-হরতালের নামে হত্যার রাজনীতিতে লিপ্ত হয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, দেশের এ উন্নয়ন কোনো অপশক্তি রুখতে পারবে না।

এ সময় তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ১৪ দলের প্রতিটি নেতা-কর্মীকে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এর আগে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।