গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে আসিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আসিফ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পার সোনাইডাঙ্গা গ্রামের এমদাদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে নানা নজির হোসেনের বাড়িতে বেড়াতে আসে আসিফ। দুপুরে বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে ডুবে যায় আসিফ। পরে নদীতে ভাসমান অবস্থায় আসিফের মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫