ঢাকা: রাজধানীর গুলশান ও শাহবাগ এলাকা থেকে পৃথকভাবে দু’টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অজ্ঞাতপরিচয়ে ওই ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-১ এর তিন নম্বর চেকপোস্টের উত্তর পাশের লেক থেকে অজ্ঞাত এক পুরুষের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার ব্রিগেডের ডুবুরিদের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
ওই ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলেও জানান ওসি।
এদিকে শাহবাগের চাঙ্খারপুর পেট্টোলপাম্প সংলগ্ন রাস্তা থেকে অজ্ঞাতপরিচয়ে অপর এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫