দিনাজপুর: দিনাজপুরে ১২টি পেট্রোল বোমাসহ দেবেন্দ্রনাথ রায় ও হারুনুর রশিদ নামে দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকার বুটিবাবুর মোড়ের একটি বাঁশের তৈরি বিভিন্ন মালামাল বিক্রির দোকান থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেশন-১ এর এএসপি বদরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মুন্সিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বাঁশের তৈরি সরঞ্জাম বিক্রির একটি দোকান থেকে ১২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, রাতে কোথাও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য পেট্রোল বোমাগুলো মজুদ করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫