ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
দামুড়হুদায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ফেরদৌস রহমানকে জরিমানা ও পরীক্ষায় দায়িত্ব পালন থেকে আজীবন অব্যাহতি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের শামসুজ্জামান এ আদেশ দেন।


 
এছাড়া, নকল সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছানোয়ার নামে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  
 
সংশ্লিষ্টরা জানায়, গণিত পরীক্ষা চলাকালে এক ছাত্রীকে নকল সরবরাহের সময় কক্ষ পরিদর্শক ছানোয়ার হোসেনকে হাতেনাতে আটক করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের শামসুজ্জামান।
 
পরে, বিকেল ৩টার দিকে কেন্দ্র সচিব কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান ও কক্ষ পরিদর্শক ছানোয়ারকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমানের কার্যালয়ে হাজির করা হয়।  
 
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কেন্দ্র সচিব ফেরদৌস রহমানকে আজীবন পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি ও নকল সরবরাহকারী শিক্ষক ছানোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের শামসুজ্জামান।
 
আদালত পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন- ইউএনও ফরিদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা।
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।