ঢাকা: বিশিষ্ট সাংবাদিক এস. এম. ছানাউল্লাহ (ছানা) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর বিশ্বইজতেমা মাঠের সামনের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।
ছানাউল্লাহ ছানা গাজীপুর থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় ফিরছিলেন। ফেরার পথে বিশ্বইজতেমা মাঠের সামনের সড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
ছানাউল্লাহ ছানা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। এর পাশাপাশি তিনি আবৃত্তিকার ও ক্রীড়া সংগঠক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। সবশেষ তিনি পাক্ষিক অধিকরন পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি স্ত্রী, আট মাস বয়সী মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবার তার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫