চান্দিনা (কুমিল্লা): টানা দুই দিন যানবাহনের তীব্র চাপ শেষে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় যান চলাচলে স্বাভাবিক গতি ফিরে এসেছে।
শুক্রবার থেকে শুরু হওয়া যানবাহনের চাপ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যানজটে রুপ নেয়।
বিকেলে যানবাহনের স্বাভাবিক গতি ফিরে এলেও সন্ধ্যা ৬টার দিকে ও প্রতিবেদন লেখার সময় মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনা নিবাস, চান্দিনা, মাধাইয়া, ইলিয়টগঞ্জ ও গৌরীপুর এলাকায় বিক্ষিপ্ত ভাবে যানবাহনের চাপ রয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুই দিনের দীর্ঘ যানজটে শনিবার দুপুর থেকে যাত্রীবাহী যানবাহনের চলাচল অনেকটা কমে যাওয়ায় এবং ঢাকাগামী বাসগুলোতে পর্যাপ্ত আসন খালি না থাকায় প্রতিটি স্টেশন এলাকায় যাত্রীদের ভিড় দেখা গেছে।
বাসের অপেক্ষায় থাকা যাত্রী ফরজানা শারমিন জানান, আমার স্বামী ঢাকায় ব্যবসা করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আমরা বাড়িতে এসেছি। শনিবার দুপুর ১টার দিকে পুনরায় ঢাকায় যাওয়ার উদ্দেশে চান্দিনা বাস স্টেশনে আসার পর সাড়ে ৪টা পর্যন্ত কোনো বাসে সিট খালি পাইনি।
হাইওয়ে পুলিশ দাউদকান্দি ফাঁড়ির ইনচার্জ (ওসি) যোবায়ের আলম জানান, দাউদকান্দি এলাকার গৌরীপুর নতুন ও পুরাতন সড়কের ক্রসিং এর কারণে যানবাহনের কিছুটা চাপ থাকলেও অন্যত্র স্বাভাবিক রয়েছে।
ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) আসাদুজ্জামান জানান, ইলিয়টগঞ্জ বাজারে ব্রিজসহ চার লেনের কাজ চলায় এবং সিএনজি চালিত অটোরিকশার অবৈধ পার্কিং-এ বিক্ষিপ্ত যানজট সৃষ্টি হচ্ছে। মাধাইয়া বাজার এলাকায় দু’টি ক্রসিং এর কারণেও একইভাবে বিক্ষিপ্ত যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া, অন্য সব জায়গায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
হাইওয়ে ময়নামতি ক্রসিং ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, চান্দিনা বাস স্টেশন, ময়নামতি সেনা নিবাস এলাকায় বিক্ষিপ্ত যানজট সৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। এছাড়া, বাকি অংশে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫