ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তার ২১ সদস্যের সফর সঙ্গীদের বাংলাদেশের গ্রাম-বাংলার বিভিন্ন পদের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এক চা চক্রের আয়োজন করা হয়।
এ সময় মমতার সফর সঙ্গীরা ছাড়াও বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররপষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ।
তিন দিনের সফর শেষে শনিবার রাত সাড়ে ৮টায় মমতা বন্দোপাধ্যায় ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
এরআগে বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে ২১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট-২৩০ করে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫