ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিশেষ দিবসে শহীদ মিনার, অন্য সময় ডাস্টবিন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
বিশেষ দিবসে শহীদ মিনার, অন্য সময় ডাস্টবিন! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজের শহীদ মিনারটিতে একুশে ফেব্রুয়ারি আর বিশেষ দিন এলেই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে বাকি সময় এটি থাকে ডাস্টবিনের মতো।


 
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের কলেজ রোডের সরকারি কলেজের শহীদ মিনারটি বিশেষ দিবসে শহীদ মিনার এবং বাকি সময় ডাস্টবিনে পরিপূর্ণ থাকলেও ছাত্রছাত্রী এবং শিক্ষকরা ময়লা-আবর্জনার স্তুপ মাড়িয়ে  ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  
 
২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আকতারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা কলেজ পরিদর্শনে এলে শিক্ষকদের সঙ্গে তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে শিক্ষকরা শহীদ মিনারসহ কয়েকটি সমস্যা জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরেন।
 
সভায় পৌর মেয়র আলমগীর শহীদ মিনারের জন্য দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া, দ্রুত সময়ের মধ্যে শহীদ মিনারটি সংস্কার করে দেওয়ারও আশ্বাস দেন তিনি।
 
কিন্তু এ ঘোষণার ছয় মাসেও শহীদ মিনারটি সংস্কার না হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
 
কলেজের অধ্যক্ষ আবু হানিফ বাংলানিউজকে জানান, কর্তৃপক্ষের উদাসীনতা আর প্রশাসনিক জটিলতার কারণে আমাদের ময়লা-আবর্জনাযুক্ত শহীদ মিনারে ফুল দিতে হচ্ছে।  
 
এ ব্যাপারে পৌরসভার মেয়র আলমগীরের কাছে জানতে চাইলে তিনি জানান, পৌরসভার প্রকৌশলী ইতোমধ্যে ওই জায়গা পরিদর্শন করে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। ২৬ মার্চের আগেই সে কাজ সম্পন্ন হকে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।