ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় বক্স সরকার বিপ্লব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।



বিপ্লব তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও তাড়াশ সদরের মৃত ফজর আলী ছেলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বক্স সরকার বিপ্লব মোটরসাইকেলে উল্লাপাড়া থেকে তাড়াশ যাচ্ছিলেন। তিনি শ্রীখোলা মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বাংলাদশে সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।