শেরপুর: শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন উপলক্ষে শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।
ভোরে খালি পায়ে ফুল হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে ভিড় জমান।
একুশের প্রথম প্রহরে হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এরপর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন বিভিন্ন সংগঠন আলোচনা অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ভাষা সৈনিকদের সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫