ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে লাখো প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
নড়াইলে লাখো প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কুড়িরডোপ মাঠে নড়াইলের ভাষাসৈনিক রিজিয়া খাতুন এ মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন।



একুশ উদযাপন পর্ষদ এ প্রদ্বীপ প্রজ্জ্বলন ও ফানুষ ওড়ানোর আয়োজন করে।

আয়োজকরা জানান, ভাষা শহীদদের স্মরণে ১৯৯৮ সালে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথমবার নড়াইলের সুলতান মঞ্চসহ শহরের বিভিন্ন স্থানে ১০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে প্রদীপ জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়ে আসছে। প্রতি বছরই এ আয়োজন বাড়ছে। এ বছর এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং ৬৫টি ফানুস উড়ানো হয়। আধা ঘণ্টার মধ্যে আলোকিত হয়ে যায় বিশাল মাঠ। বর্ণাঢ্য এই আয়োজন দেখতে দ‍ূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন কলেজ মাঠে।
 
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।