লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে জব্দ ১৫ মণ জাটকা ১০টি এতিমখানা ও মেঘনাপাড়ের নদী ভাঙনের শিকার অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।
শবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে হাজিরহাট তদন্ত কেন্দ্রের সামনে জাটকাগুলো বিতরণ করা হয়।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বলেন, মেঘনা নদী থেকে ধরা ওই ১৫ মণ জাটকা বিক্রি করতে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে সাহেবেরহাট রাস্তার মাথায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫