ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ছাত্রকে গুলি করে মটরসাইকেল ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
সাভারে ছাত্রকে গুলি করে মটরসাইকেল ছিনতাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে রাজীব হোসেন নামে তিতুমীর কলেজের স্নাতক (সম্মান) ছাত্রকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দ‍ুর্বৃত্তরা।

শনিবার (২১ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।



রাজীবের বাবা মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে সাভারের জামসিং’এ বাসায় ফেরার পথে দ‍ুবৃর্ত্তরা রাজীবকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়লে আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে।

এসময় রাজীবের টিভিএস মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অপরাধীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।