ঢাকা: সোহেলী পারভীন মনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক।
মহান একুশের দিনে শহীদ মিনারের সঙ্গে নিজেকে যুক্ত করে দিনভর এভাবে হাজার হাজার মানুষ ফ্রেমবন্দি হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এসেছিলেন জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। বাদ যাননি তিনিও। ছবি তুলেছেন শহীদ মিনারের সঙ্গে।
শহীদ মিনারের ঠিক সামনে সেলফি তোলা শেষে আওয়ামী লীগ নেত্রী সোহেলী পারভীন বলেন, একুশের চেতনায় আমরা এগিয়ে নিতে চাই দেশ।
আর সেলফি তুলে একুশের দিনকে স্মরণে রাখছেন তিনি। সেই সেলফি সঙ্গে সঙ্গে ফেইসবুকেও আপ করেছেন।
মনি জানান, আগামীতে মনোনয়ন প্রত্যাশী তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সংসদ সদস্য পদের জন্য মনোনয়ন দেবেন বলেও আশাবাদী।
শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ছোট ছোট ছেলে মেয়েদের ভিড় ছিলো শহীদ মিনার প্রাঙ্গণে। তাদের অভিব্যক্তি মোবাইল ফোনের সেলফিতে ছড়িয়েছে। আর সেই সেলফি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
তুর্কি দূতাবাসের কর্মকর্তারাও এসেছিলেন তাদের ছেলেমেয়ে নিয়ে। তাদের এক জনের ছোট মেয়ে আছিয়া শহীদ মিনারে হেঁটে গিয়ে ফুলে দিয়ে এসেছে।
আছিয়া বলেছে, ‘খুব ভালো লেগেছে। বাংলাদেশ অনেক ভালো দেশ। শহীদ মিনারে ফুল দিয়েছি আর ছবিও তুলেছি। ’
একই সঙ্গে কয়েকজন কোরিয়ান তরুণ-তরুণীকেও শহীদ বেদীতে ছবি তুলতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫