ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দেশে নাশকতা অনেক কমে এসেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
দেশে নাশকতা অনেক কমে এসেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দেশে নাশকতা অনেক কমে এসেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।

রোববার (২২ ফেব্রয়ারি) সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে ‘ট্রেনিং অন ট্রান্সপারেশন ক্রাইম সার্ক পার্সপেকটিভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



আইজিপি বলেন, প্রায় দুই মাস ধরে চলা টানা হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে ৫০০ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ তৎপরতায় নাশকতা অনেক কমে এসেছে।

তিনি বলেন, নাশকতার অভিযোগে আটকরা সবাই হরতাল-অবরোধ সমর্থক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।  

যারা নাশকতা করে তাদের জনগণ পছন্দ করেন না জানিয়ে আইজিপি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সব স্তরের জনগণ সজাগ হলে এই নাশকতা দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলো অপরাধ দমনে এক সঙ্গে কাজ করবে। এছ‍াড়া মানবপ‍াচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরস্পর পরস্পরকে তথ্য দিয়ে সহায়তা করবে বলেও জানানো হয়।

২১ দিনব্যাপী এ অনুষ্ঠানে পাকিস্তান, আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।